প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে হাসপাতালের দ্বিতীয় তলায় ৬০ বেডের করোনা ওয়ার্ড চালু রয়েছে। সেখানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডে রোগীর সংকুলান হচ্ছে না। কোনো রোগীকে যেন ফ্লোরে রাখতে না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ আরো ৬টি বেড বাড়িয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম।
তিনি বলেন, আপাতত করোনার আইসোলেশন ওয়ার্ডে ৭০ থেকে ৭৫ জন রোগী রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সমস্যা হলে আমরা হাসপাতালের তিন তলায় রোগী রাখার ব্যবস্থা করবো।
এছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা রাখা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা চিকিৎসা বিষয়ক আমাদের যে জেলা কমিটি রয়েছে তারা করোনা রোগীর জন্য বিকল্প আরো একটি হাসপাতালের স্থান নির্ধারণ করে রেখেছেন। এ ক্ষেত্রে শহরের যে কোনো বেসরকারি হাসপাতালকে বেছে নেয়া হতে পারে।