বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩০

হাজীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো বাইক চালকের

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  বাসের ধাক্কায় প্রাণ গেলো বাইক চালকের

বেপরোয়া গতির বোগদাদ পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ গেলো হারুন অর রশিদ ওরফে জুলহাস খান (২৭) নামে এক যুবকের। সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যার পরে হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনা হয় তাকে। ওখানেই মারা যান তিনি। তিনি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী খান বাড়ির আব্দুল জলিল খানের সন্তান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাকিলার খলাপাড়া গ্রামের শরীফ হোসেন জানান, ঢাকা মেট্রো ব ১১-৭৩৭৯ নাম্বারের বোগদাদ বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় ঘটনাস্থল অতিক্রম করাকালে বিপরীত দিক থেকে আসা চাঁদপুর ল ১১-৫৬২৫ নাম্বারের মোটরসাইকেল (বাইক) চালককে সজোরে ধাক্কা মেরে দ্রুতবেগে ঘটনাস্থল থেকে হাজীগঞ্জের দিকে চলে যায় ঘাতক বাসটি। এদিকে দুর্ঘটনার পর পর স্থানীয়রা মোটরসাইকেল চালক জুলহাস খানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডের মজুমদার বাড়িতে তার বোনের বাড়ি। সেই বোন জামাই সম্প্রতি মারা যাওয়ার কারণে বোন জামাইর বেকারী ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ দি চিটাগাং বেকারিতে যাওয়া-আসা করে ব্যবসা পরিচালনা করতেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়