বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁদপুরে সাতদিনের বই মেলাসহ ব্যাপক কর্মসূচি

চাঁদপুরে সাতদিনের বই মেলাসহ ব্যাপক কর্মসূচি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

অমর একুশে স্মরণে এবার চাঁদপুরে সাতদিনের বইমেলাসহ ব্যাপক কর্মসূচি উদযাপিত হবে। কর্মসূচিতে এবার নতুন কয়েকটা বিষয় সংযোগ করা হয়। যা অমর একুশকে অর্থবহ এবং প্রজন্মের কাছে একুশের চেতনাকে নতুন করে আবার জাগিয়ে তুলবে বলে প্রত্যাশা আয়োজকদের। একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত এবং গতবছর চাঁদপুরে অনুষ্ঠিত কর্মসূচি পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন। সভায় বলা হয় গত তিন বছর কোভিডের কারণে এসব দিবসের প্রোগ্রামকে সংক্ষিপ্ত করতে হয়েছে। এ বছর আর সে পরিস্থিতি নেই। তাই এ বছর কোভিড পরিস্থিতির পূর্বের বছরগুলোর ন্যায় এমনকি তার চেয়েও আরো ব্যাপক আয়োজনে চাঁদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে। বিশিষ্টজনদের বিস্তারিত আলোচনার পর যে সব সিদ্ধান্ত গৃহীত হয় তা হচ্ছে-১৫ ফেব্রুয়ারি হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিনের বইমেলা হবে। চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে হবে এই বইমেলা। চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বইমেলা। মেলায় প্রতিদিন বিকেল তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে অর্থাৎ ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এর আগে রাত ১০টা থেকে শহিদ মিনার বেদিতে কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি চলবে। রাত সোয়া ১১টা পর্যন্ত চলবে এই কবিতা পাঠ ও আবৃত্তি। এছাড়া রাত ১১টা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহরে জাগরণী শোভাযাত্রা হবে, যেখানে কণ্ঠশিল্পীরা অমর একুশের সাথে সঙ্গতিপূর্ণ গান গাইবে। এদিকে এবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রেকর্ড বাজানো হবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের প্রস্তাবনা অনুযায়ী এবার জেলা শিশু একাডেমির নানা প্রতিযোগিতার সাথে যোগ হবে শুদ্ধ বানান লেখা প্রতিযোগিতা। এছাড়া বিশিষ্ট ছড়াকার পীযূষ কান্তি বড়ুয়ার প্রস্তাবনা অনুযায়ী চাঁদপুরের যেসব ভাষা সৈনিক রয়েছেন, তাঁদের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি শহিদ মিনার প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানোর সিদ্ধান্ত হয়।

বক্তারা বলেন, অমর একুশের চেতনা কেমন জানি হারিয়ে যাচ্ছে। প্রজন্ম যেনো ভুলতে বসেছে একুশের চেতনা। মহান শহিদ দিবসের মূল স্পিরিট থেকে যেনো আমরা দূরে সরে যাচ্ছি। তাই দিবসের কর্মসূচিগুলো হতে হবে এমন, যাতে প্রজন্মের কাছে একুশের চেতনা জাগিয়ে তোলা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিশিষ্ট ছড়াকার ডাঃ পিযূষ কান্তি বড়ুয়া, সাংবাদিক এমআর ইসলাম বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়