প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
এডহক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়
স্টেডিয়ামের প্রত্যেকটা দোকান জেলা ক্রীড়া সংস্থার সম্পদ : জেলা প্রশাসক
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এডহক কমিটির সদস্যরা। সোমবার (৬ জনুয়ারি ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা ক্রীড়া সংস্থার অনেক সম্পদ রয়েছে। দোকানগুলো যদি সঠিক সময়ে ভাড়া দিতো তাহলে জেলা ক্রীড়া সংস্থার অনেক টাকা উপার্জন হতো। প্রত্যেকটা দোকান জেলা ক্রীড়া সংস্থার সম্পদ। তিনি আরো বলেন, সকল দোকানদারকে চুক্তি মানতে হবে। জেলা ক্রীড়া সংস্থা কারো কাছে প্লট বিক্রি করে নি। আমাদের বড়ো সম্পদ হচ্ছে দোকানপাট। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা চাই নিয়মিত মাঠে ক্রিকেট, ফুটবল খেলা হোক। সিনিয়ররা জেলা ক্রীড়া সংস্থার অনেক কাজ করেছেন। তাঁদের কাছে আমরা ঋণী। আমরা নতুনদেরকে সুযোগ দিতে চাই। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, এডহক কমিটির সদস্য নূরুল আমিন খান আকাশ, জাহাঙ্গীর গাজী, আহমেদ হাসান আল জায়েদ, মারজুক মুঈদ, মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও রফিকুল ইসলামসহ ছাত্র প্রতিনিধিবৃন্দ।