বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:১১

২৩ ডিসেম্বর গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন: চ্যাম্পিয়নের প্রাইজমানি ২ লাখ টাকা

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক  হাবিবুল বাশার সুমন: চ্যাম্পিয়নের প্রাইজমানি ২ লাখ টাকা
শামীম হাসান

২৩ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জে 'গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪'-এর উদ্বোধন করতে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ লিজেন্ডারি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও এবারের টুর্নামেন্টে থাকছে বেশ কিছু চমক। এ বছর শিরোপা অর্জনের লড়াইয়ে মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচে খেলবে অংশগ্রহণকারী ১২টি দল। চ্যাম্পিয়ন দলের জন্যে প্রাইজমানি হিসেবে থাকবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্যে থাকবে এক লাখ টাকা।

টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণিলভাবে উপস্থাপন করতে উদ্বোধনের আগের রাত থেকেই হবে জমকালো আতশবাজি। পরদিন মাঠের খেলায় হবে জমকালো উদ্বোধন।

শুধুমাত্র জমকালো উদ্বোধনী আয়োজনই নয়, পুরো টুর্নামেন্টের সবগুলো খেলা 'GRIDAKALINDIA CRICKET TOURNAMENT 2024' ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করবে 'ই স্পোর্টস' অনলাইন ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। খেলার মাঠে থাকবে ভিআইপি গ্যালারিও। ভিন্ন দলের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াবেন দেশ সেরা টেপটেনিস ক্রিকেটার বাবলু আহমেদ (হেলিকপ্টার বাবলু), রাসেল আহমেদ শুক্কুর (কিং শুক্কুর) ও দেশের প্রথম বিভাগ ক্রিকেট খেলা ক্রিকেটার শাহরিয়ার কোমল, সাকলাইন, রুম্মনসহ তরকা ক্রিকেটাররা। সফলতম একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়াপ্রেমী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান ও সোহেল খানসহ আয়োজক কমিটির সদস্যগণ অনবরত পরিশ্রম করে যাচ্ছেন।

গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর লোগো। টুর্নামেন্টের উদ্বোধক জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়