মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৩

বিএনপির কার্যালয় ভাঙচুর, ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

মো. জাকির হোসেন
বিএনপির কার্যালয় ভাঙচুর, ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

:গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা:

১. সাইদুল ইসলাম জীবন - হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

২. সিফাত হোসেন - সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

৩. রুমন মিয়া - উপজেলা ছাত্রলীগের কর্মী।

৪. বাবু - ছাত্রলীগ নেতা।

৫. সাকিল চোপড়া - সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

জানা যায়, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে এই পাঁচ নেতাকে গ্রেপ্তার করে।

পুলিশের বক্তব্য:

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, “লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়