প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
চাঁদপুরে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র্যালি
কৃষক সমাজ ও দেশের উন্নয়নের জন্যে শহীদ জিয়া কৃষক দল গঠন করেছিলেন : অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম

কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, আওয়ামী দুঃশাসন, দুর্নীতি, একনায়কতন্ত্র ও হিন্দুস্তানের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সাথে দেশের উন্নয়নের জন্যে, কৃষক সমাজের উন্নয়নের জন্যে কৃষক দল গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছিলেন, যারা এদেশের মানুষের খাদ্যের যোগান দেয়, তাদের বাদ দিয়ে দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি আজ থেকে ৪৪ বছর আগে কৃষক দল গঠন করেন। আপনারা শহীদ জিয়ার উৎপাদনমুখী রাজনীতি করবেন। যাতে আমরা আগামী দিনে এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারি।
অ্যাড. সেলিম আরো বলেন, ছাত্রসমাজ যখন আন্দোলন করেছিলো, তখন বিএনপি ও তারেক রহমান সকলকে আহ্বান জানিয়েছিলো রাস্তায় নেমে আসার জন্যে। তাদের ডাকে এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলো। যার ফলে আমরা ৫ আগস্ট সফল হয়েছি। শেখ হাসিনা হিন্দুস্থানে বসে ষড়যন্ত্র করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটওয়ারী ও ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।
চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় কৃষক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি হানিফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মজিদ মৃধা, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আবু তাহের সর্দার, মতলব পৌর কৃষক দলের আহ্বায়ক মাহবুব, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম, হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলেরে সভাপতি আবুল কাশেম মজুমদারসহ অন্য নেতৃবৃন্দ ।
কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি। পাশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।