প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯
জামায়াতে ইসলামীর হানারচর ইউনিয়ন সম্মেলন
অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে : চাঁদপুর শহর আমির অ্যাড. শাহজাহান খান
জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৭ ডিসেম্বর ২০২৪ ) সকালে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন করে দেশকে গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা কোনোভাবেই এদেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে দেব না।
তিনি আরো বলেন, ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচারমুক্ত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের শান্তি প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের জন্যে। তারা একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলো। আমরা যে সফলতা পেয়েছি, এটিকে গণিমত হিসেবে নেয়ার দরকার ছিলো।
আপনারা দেখেছেন ইসকন নামের সংগঠন কীভাবে তাদের চেহারা উপস্থাপন করেছে। তারা চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে। এই ধরনের হত্যা ও ষড়যন্ত্র রুখে দিতে আমাদের যে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে, তার সাথে একমত পোষণ করে কাজ করতে হবে। রাজনৈতিকভাবে তর্কবিতর্ক থাকতে পারে, কিন্তু ইসলামের, দেশের ও মানুষের অধিকার আদায়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
সম্মেলনে সভাপতিত্ব করেন হানারচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার সহকারী সেক্রেটারী ও বালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ব্যাংক (পিএলসি) ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. জুবায়ের হোসেন খান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা মো. মনিরুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।