প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪৯
জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্র ঘোষিত সাংগঠনিক টিমের সাথে চাঁদপুর জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা
আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ : শেখ ফরিদ আহমেদ মানিক
|আরো খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্র ঘোষিত সাংগঠনিক টিমের সাথে চাঁদপুর জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুনিরা ভবনের হলরুমে এ মতবিনিময় সভা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের কথা সাধারণ জনগণ শোনেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি গঠন করার ক্ষেত্রে চাঁদপুরের কর্মীদের প্রাধান্য দিবেন। যারা ঢাকায় থাকেন তাদেরকে ঢাকায় রাজনীতি করতে দিবেন। ঢাকায় রাজনীতি করে এমন কাউকে চাঁদপুরে কমিটির দায়িত্ব দিবেন না। এমন লোককে আমরা চাঁদপুরের রাজনীতিতে চাই না।
তিনি বলেন, কমিটি গঠন করার ক্ষেত্রে কারো কোনো তদবির আপনারা শুনবেন না। যারা যোগ্য তাদেরকে কমিটিতে আনবেন। আমরা আপনাদের দেয়া নেতা-কর্মীদেরকে নিয়েই কাজ করবো। আমি আশা করবো, চাঁদপুরে ওলামা দলের একটি শক্তিশালী কমিটি উপহার দিবেন। চাঁদপুরের ওলামা দলের কমিটিতে কোনো অবস্থাতেই যেনো হাইব্রিডরা স্থান না পায়।
চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মাও. মো. দেলওয়ার হোসেন।
চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ মাও. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোঃ সলিম উল্লাহ, ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাও. কাজী নাসীর উদ্দিন, মাও. মো. আঃ ছাত্তার, শরীফ মো. ছফি উল্লাহ, মো. ইউসুফ তালুকদার, প্রফেসর মাও. মো. আবু নোমান প্রমুখ।