শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১৫:৫১

শাহরাস্তি উপজেলা নব-নির্বাচিত পরিষদের যাত্রা শুরু

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা নব-নির্বাচিত পরিষদের যাত্রা শুরু

শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের যাত্রা শুরু হয়েছে। ২৬ জুন ৬ ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভায় যোগদানের মধ্য দিয়ে নব-নির্বাচিতদের যাত্রা শুরু হয়। মাসিক সাধারণ সভার শুরুতে নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার গর্ভবতী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। একই সময় উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। স্বচ্ছতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে। আমি আশাকরি আগামী দিনগুলোতে জনগনকে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী বলেন, জনগণ আমাকে যে কারণে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণের। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবো। বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, আমি যা করতে পারিনি আশা করি বর্তমান পরিষদ তার থেকেও ভালো করবে। আমি রাজনীতির সাথে সবসময়ই জড়িত থাকবো। আমাকে আপনারা সব সময়ই পাশে পাবেন। আমি এমপি মহোদয়ের সাথে থাকতে চাই। ওনি আমাদের গর্ব ওনার মতো একজন ভালো মানুষ পাওয়া আমাদের ভাগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন। সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুর।

সভায়, বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ মাসিক সাধারণ সভার সদস্যগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়