প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২০:০১
জাতীয় শোক দিবসের চাঁদপুর বিচার বিভাগের বিভিন্ন কর্মসূচি পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।
|আরো খবর
মঙ্গলবার ( ১৫ আগষ্ট ) সকালে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে সকাল ৬ টায় জেলা জজ আদালতের সামনে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক ।
সকাল সাড়ে ৯ টায় জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর বিচার বিভাগের বিচারকসহ বিচার বিভাগ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কর্মকর্তা কর্মচারীগণ ।
জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী , অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ১) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহেদুল করিম যুগ্ম, যুগ্ম জেলা জজ ( ১) অরুন পাল , অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, সহকারী জজ মোঃ ইবরাহীম সরকার,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, ভিপি ও জিপি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইদুল ইসলাম বাবু , জিপি এডভোকেট আব্দুর রহমান , জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবীব, জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট মেরাজ সিদ্দিকী , জেলা জজ আদালতের নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম গাজী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন সহ বিচার বিভাগের বিচারক সহ আইনজীবীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী জজ ইবরাহিম সরকার।
দুপুরে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় চাঁদপুর সদরের বিটি রোডস্থ আলহাজ্ব কাজী তাফাজ্জল হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশনের আয়োজন করা হয়।