সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ২০:৪৯

ছেংগারচর পৌরসভা নির্বাচনে আপিল প্রার্থীতা ফিরে পেলেন ১০ জন কাউন্সিলর প্রার্থী

মাহবুব আলম লাভলু :
ছেংগারচর পৌরসভা নির্বাচনে আপিল প্রার্থীতা ফিরে পেলেন ১০ জন কাউন্সিলর প্রার্থী

চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ১০ কাউন্সিলর প্রার্থী। শুক্রবার দুপুরে আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক কামরুল হাসান এর কার্য়ালয়ে শুনানি শেষে তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

এর আগে সোমবার ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে কাউন্সলির পদে ৫৫ জন প্রার্থীর মধ্যে ৪৪ জনকে বৈধ এবং ১১ জনকে অবৈধ ঘোষনা করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ।

১১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে যে ১০ জন প্রার্থীতা ফিরে পেলেন তারা হলেন, ২নং ওয়ার্ডে মো.খোকন মিয়া, ৪নং ওয়ার্ডে নাজমুল হাসান ও শাহজালাল মুফতি, ৫ নং ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারি ও আব্দুল লতিফ মিয়াজী,৬নং ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৭নং ওয়ার্ডে আব্দুল মতিন ও জজিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডে জামান সরকার ও শাহজাহান মোল্লা। বাকী ১নং ওয়ার্ডে ১জন প্রার্থী সবুজ মিয়া তার প্রার্থীতা আপিলেও অবৈধ ঘোষণা করেছেন আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক। তবে মহামান্য হাই কোর্ট আপিল করার সুযোগ রয়েছে সবুজের।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য সঠিকভাবে উপস্থাপন করায় ১০ জনের বৈধ এবং বিভিন্ন তথ্য উপাত্ত সঠিক না পাওয়া ১নং ওয়ার্ডের সবুজ মিয়া প্রার্থীতা অবৈধ রয়ে গেছে।

উল্লেখ্য,২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন,২৬ জুন প্রতিক বরাদ্দ এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়