প্রকাশ : ২৩ জুন ২০২৩, ২০:৪৬
মতলব উত্তরে আ'লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় মতলব উত্তরে বাংলাদেশ আ'লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় নেতৃবৃন্দ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন -উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পরে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের সভাপতিত্ত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার,ছেংগারচর পৌরসভার আ'লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আরিফ উল্লাহ সরকার,নৌকার কাউন্সিলয় প্রার্থীর মধ্যে বোরহান উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সদস্য ও সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সরকার,কলাকান্দা ইউনিয়ন আ'লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধান,মোহনপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি খাজা আহাম্মদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক কাজী সালা উদ্দিন,গজরা ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক ওয়াদুধ সরকার,সাদুল্লাপুর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জহিরাবাদ ইউনিয়নে আ'লীগ নেতা মুকবুল হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির,,ছেংগারচর পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মাস্টার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, হ কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি,উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন শ্যামল,জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া,-উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক ওয়ায়েছ কুরুনী, ছাত্রলীগের আহবায়ক শরীফ হোসেন,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
এর আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা আ'লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, গীতা পাঠ করেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি রাদেশ্যাম চান্দু বাবু।