শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

দেশের সবচেয়ে জনপ্রিয় নাম শেখ হাসিনা

-----------------নাছির উদ্দিন আহমেদ

দেশের সবচেয়ে জনপ্রিয় নাম শেখ হাসিনা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র পেয়েছি, ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। আজকের দিনে শপথ নিতে হবে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখার।

তিনি ১৭ মে বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস ও ইঞ্জি আঃ রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ রুহুল আমিন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য আব্দুল হান্নান খান সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বদরুন নাহার, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, কাজী পায়েল প্রমুখ।

জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরে কেবল বঙ্গবন্ধুর হত্যাকারীদের ও যুদ্ধাপরাধীদের বিচার করেন নি। এই দেশকে তাঁর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করেছেন। বাংলাদেশে গত ৪৮ বছরের দেশের সবচেয়ে জনপ্রিয় নাম শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারের হত্যার পরে ১৯৮১ সালে ১৭ মে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে স্বদেশ প্রত্যাবর্তন করেন গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বে আজকে দেশের উন্নয়নের ধারা সকল স্থানে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ধারা ব্যাহত করার জন্য কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের মধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়