বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ মে ২০২৩, ২২:৩১

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আদালতে হাজিরা

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আদালতে হাজিরা
চাঁদপুরের আদালতে হাজিরার সময় নেতা-কর্মীদের সাথে শেখ ফরিদ আহমেদ মানিককে দেখা যাচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

রাজনৈতিক এক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। ২০১৮ সালে জাতীয় নির্বাচনকালীন সময়ে আন্দোলন চলাকালে পুলিশ বাদী হয়ে শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার তারিখ হিসেবে গতকাল ১৫ মে সোমবার সকালে তিনি চাঁদপুর জেলা জজ কোর্টে উপস্থিত হয়ে হাজিরা দেন। তার সাথে মামলার অন্য আসামিরাও হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন বহাল রাখেন। এ মামলার আইনজীবী সূত্রে এ তথ্য জানা যায়।

এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশসহ নেতৃবৃন্দ অনেকেই আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়