রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০

দ্বাদশগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু তাহের প্রধানীয়ার গণসংযোগ

দ্বাদশগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু তাহের প্রধানীয়ার গণসংযোগ
কামরুজ্জামান টুটুল ॥

আসন্ন হাজীগঞ্জ দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু তাহের প্রধানীয়া। গত ২৩ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক মোঃ আবু তাহের প্রধানীয়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি মনোনয়ন না পাওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন।

আসছে ১৬ মার্চের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। তিনি সর্বসাধারণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি মানুষের খোঁজখবর নিচ্ছেন।

সোমবার বিকেলে নিজ গ্রাম ইছাপুরায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের প্রধানীয়ার বাবা মোঃ নূরুল ইসলাম প্রধানীয়া, প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ, সফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল রশিদ, সোলেমান বকাউল, মাহাবুব আলম, মাইনুদ্দিন মিয়াজী, আলআমিন, মহসীন, মফিজ হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের প্রধানীয়া দলীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক সকল কার্যক্রমে অংশগ্রহণসহ অসহায় ও অসচ্ছল দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের পাশে ছিলেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখনও তিনি মানুষের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন বলে সংবাদকর্মীদের জানান।

এক প্রতিক্রিয়ায় মোঃ আবু তাহের প্রধানীয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। যে উন্নয়ন শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নপূরণ হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি এবং একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গত ত্রিশ বছর দলের সাথে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আসন্ন দ্বাদশগ্রাম ইউনিয়ন নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে আশা করি আমি নির্বাচিত হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়