বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২০:২০

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা ছাত্রদলের সমাবেশ

স্টাফ রিপোর্টার
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা ছাত্রদলের সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকালে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী । সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, সেলিমুছ সালাম,শরীফ মোঃ ইউনুছ,সাবেক ভিপি অ্যাডঃ জহিরুল ইসলাম বাবর,জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, মানিকুর রহমান মানিক, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ মাঝি প্রমুখ।

এছাড়া কচুয়া,মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ সহ বিভিন্ন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নেতৃবৃন্দ বলেন, একদিকে সাধারণ মানুষ, ব্যবসায়ী তারা আজ নি:স্ব, অসহায়, পঙ্গু হয়ে পড়েছে। অন্য দিকে লুটপাটের মধ্য দিয়ে সরকারের এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছে। সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রু ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির সাথে ছাত্রদলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।

এদিন ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয়। ছাত্রদলের নেতাকর্মীদের জিয়া, খালেদা, মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়