রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:১৫

মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বাবুল মুফতি
মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শুক্রবার) প্রথম প্রহর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত শহীদ মক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এছাড়াও উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেল আওয়ামী লীগ, থানা পুলিশ, ছেংগারচর পৌরসভা, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি, ছেংগারচর পৌর আ’লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

পরে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব ও যুবলীগ নেতা অ্যাড. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে।

উপজেলা বটমুলে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়