রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

ঝুলে গেলো চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

ঝুলে গেলো চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দুই দফা তারিখ পরিবর্তনের পরও অনিশ্চিত হয়ে পড়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলন কি স্বাভাবিক নিয়মেই হচ্ছে না, নাকি বর্তমান নেতৃত্ব চাচ্ছে সম্মেলন যেনো না হয়-এ দুই প্রশ্নের ধোঁয়াশায় ঝুলে গেলো চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে দলটির জাতীয় সম্মেলনের আগে জেলা সম্মেলন যে হচ্ছে না এটা অনেকটা নিশ্চিত বলা যায়। ২৪ ডিসেম্বর হবে জাতীয় সম্মেলন। এদিকে সম্মেলন না হওয়ার পেছনে নানা গুঞ্জন শোনা গেলেও সংগঠনের কেন্দ্রীয় কিংবা জেলা নেতৃবৃন্দ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণের পরও সম্মেলন না হওয়ায় নানা প্রতিক্রিয়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে।

এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এর অধীন সকল ইউনিটের (দুই উপজেলা ও একটি পৌর কমিটি ছাড়া) সম্মেলন হয়ে গেলেও জেলা সম্মেলন হওয়ার বিষয়টি অনিশ্চিত দেখা দেয়ায় নেতা-কর্মীরা অনেকটা হতাশ। তারা বলছেন, নেতৃত্বের পরিবর্তন হোক কিংবা বর্তমান নেতৃত্বই বহাল থাকুক সেটা আমাদের কাছে তেমন বিবেচ্য বিষয় নয়, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে জেলা সম্মেলন হয়ে যাওয়া।

গত ৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় চাঁদপুর জেলা এবং ফরিদগঞ্জ ও মতলব উত্তর ছাড়া অন্য সকল উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা ঢাকাস্থ জাতীয় সংসদ ভবনে হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে তারিখ চূড়ান্ত হওয়া ছয়টি উপজেলা ও পাঁচটি পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। তবে এখনো বাকি রয়েছে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সম্মেলন। এই তিনটি উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ১০ ডিসেম্বর। পরবর্তীতে সেই তারিখ পরিবর্তন করে ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। সম্মেলনের স্থানও নির্ধারণ করা হয় চাঁদপুর স্টেডিয়াম। এদিকে গত ২৯ নভেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় সেই তারিখ পরিবর্তন করে ১৯ ডিসেম্বর করার প্রস্তাব করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে তারিখ চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়। তবে সেই তারিখেও সম্মেলন করার কোনো লক্ষণ নেই।

জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সাথে আলাপ করে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সম্মেলন আপাতত হচ্ছে না। কবে হবে তাও বলা যাচ্ছে না। ফরিদগঞ্জ ও মতলব উত্তরের সম্মেলন না হওয়াকে জেলা সম্মেলন না হওয়ার প্রধান কারণ হিসেবে মনে করছেন অনেকে। আবার জেলা সম্মেলনের পর্যাপ্ত প্রস্তুতি নেই বলেও শোনা যাচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা সম্মেলনের তারিখ চূড়ান্ত না করার কথাও বলা হচ্ছে। আবার জেলা নেতৃবৃন্দ এই মুহূর্তে সম্মেলন করতে চায় না বলেও গুঞ্জন রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কিংবা জেলা নেতৃবৃন্দ কোনো বিবৃতি/বিজ্ঞপ্তি না দেয়ায় এ নিয়ে ধুম্রজাল দেখা দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ রোববার (১১ ডিসেম্বর) রাতে এ বিষয়ে জানান, সহসা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই। সম্মেলনের বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের বিষয়। তবে জেলায় আমাদের দলীয় কার্যক্রম নিয়মিতভাবে পালিত হচ্ছে। নেতা-কর্মীরা সক্রিয়। সাংগঠনিকভাবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়