প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮
প্রধানমন্ত্রী ঘর পেলো হাজীগঞ্জের ১৫ গৃহহীন পরিবার
“আশ্রায়নের অধিকার শেখ হাসিনার অঙ্গীকার “ এই প্রতিবাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেলেন চাঁদপুরের হাজীগঞ্জে ১৫টি গৃহহীন পরিবার। এদিন আগে ঘর পাওয়া গৃহহীনদের জমির দলিল বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে এই ঘরগুলো গৃহহীন পরিবারগুলোর মাঝে বুঝিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। উক্ত প্রকল্পের পুরো টাকা আসে প্রধানমন্ত্রীল কার্যালয় থেকে।
|আরো খবর
উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের ভাউরপাড় গ্রামে প্রায় ৬০ শতাংশ জমি কিনেন উপজেলা প্রশাসন। সেই জমি ভরাট করে তাতে চার রুম বিশিষ্ট ২১ টি চৌচালা বসত ঘর তৈরি করা হয়। ২১টি ঘরের মধ্যে মঙ্গলবার ১৫টি ঘর বুঝিয়ে দেয়া হয়। দুই বেড, এক রান্না ঘর ও টয়লেটসহ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ ছাড়া ঘরগুলো বারান্ধা রাখা হয়েছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বসবাস শুরু করেছে ঘর পাওয়া পরিবারগুলো।
ঘরের চাবি বুঝিয়ে দেয়ার সময় মিলাদ দোয়া ও তারারুক বিতরন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন থেকে গৃহ পাওয়া পরিবারগুলোর ছোট শিশুদের মাঝে চকলেট ও চিপস বিতরন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গৃহ পাওয়া পরিবারগুলো।