বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৬:৫৮

মতলবে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলবে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আসমা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এসময় সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছে। উপজেলার মতলব-গোরীপুর পেন্নাই সড়কের পাঁচঘরিয়া নামক স্থানে সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার কাজিয়ারা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রধানের মেয়ে এবং স্বামী পরিক্ত্যক্তা। নিহত ওই নারীর মো. ফাহিম নামে ৮ম শ্রেণি পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৭৯০) জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, আজ বৃহস্প্রতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আশ্বিনপুর বাজার এলাকা হতে নারায়ণপুর বাজারের দিকে একটি সিএনজি ৫ জন যাত্রি নিয়ে যাচ্ছিল। অপরদিকে চাঁদপুর সদর এলাকা হতে একটি ট্রাক গৌরিপুরের দিকে যাচ্ছিল। পথে মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘরিয়া ব্রিজের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয় এবং সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা অপর ৪ যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানায় ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় আশ্বিনপুর এলাকা থেকে ট্রাক ও ট্রাকের ড্রাইভার এবং হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, নিহত নারীর লাশ উদ্বার করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়