রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ২০:৫২

চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন

চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান হাওলাদারের সংবাদ সম্মেলন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান হাওলাদারের সংবাদ সম্মেলন

হাইমচরে চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান হাওলাদার সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের চেয়ে তার অবস্থান সর্বোচ্চ উল্লেখ করে জানান, আমার জয় সুনিশ্চিত হবে বলে আমি আশা রাখছি। জয় পরাজয় বরণ করে নিয়ে সর্বদা চরভৈরবী ইউনিয়নবাসী পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান হাওলাদার। তিনি বলেন, ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও ৫ জনের মনোনয়ন ফরম বৈধতা পেয়েছে। তার মধ্যে আমি অন্যতম। রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সমর্থিত হলেও কোনো নির্বাচনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত থাকায় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোটারদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলাই আমার লক্ষ উদ্দেশ্য।

তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষদিন পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন চেয়ে মাঠে থাকবো। নির্বাচনে জয়ী হলে চরভৈরবী ইউনিয়নের সকল প্রকার মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধ করে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ইউনিয়ন পরিষদের সেবা প্রতিটি অসহায় ও খেটে খাওয়া দিনমজুর পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিবো। শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে চরভৈরবীকে হাইমচর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো- ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সহ-সভাপতি জিএম জহির, মোঃ মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, প্রেসক্লাব সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ রাসেলসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়