বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১১:২৬

মতলব উত্তরে শেখ রাসেল দিবসে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে: উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস

মাহবুব আলম লাভলু
ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে: উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস

‘শেখ রাসেল নির্ভরতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, তাঁরই অংশ হিসেবে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, শেখ রাসেল বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু ছিলেন। তাঁর মতো এ রকম ঘৃণিত হত্যার শিকার যেন কেউ না হয়। পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে ওঠে। রাসেল দিবসে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবাদ করার শক্তি ও সাহস যোগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নের জন্য এদেশের লক্ষ্য লক্ষ্য রাসেলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করা সম্ভব হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, সাংবাদিক ইসমাইল খান টিটু, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক মোহাম্মদ জানেবুল, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়