রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী নেই!

চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী নেই!
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দলীয় মনোনয়ন, মনোনয়ন বাতিল, মনোনয়ন পরিবর্তন, দলের নতুন প্রার্থী। সর্বশেষ দলের কোনো প্রার্থীই নেই। সকল গুঞ্জন এবং জল্পনা-কল্পনার অবসান হলো। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। অবশেষে ওপেন করে দেয়া হলো। গতকাল রাতে সর্বশেষ প্রাপ্ত খবরে এটা নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে চাঁদপুর জেলার দায়িত্বশীল আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্যদের এই তথ্য জানিয়ে দিয়েছেন।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজীকে। কিন্তু বাছাইতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। এই সুযোগে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী মনোনয়ন পরিবর্তন করে তাঁকে মনোনয়ন দেয়ার জন্য জোর প্রচেষ্টা এবং দৌড়ঝাঁপ দিতে থাকেন। এক রকম প্রচারও হতে থাকে ইউসুফ গাজীর পরিবর্তনে ওচমান পাটওয়ারীকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিক দিয়ে ইউসুফ গাজী তার মনোনয়নপত্রের বৈধতা পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই দলের সিদ্ধান্ত আসলো : চাঁদপুরে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। অর্থাৎ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। ওপেন করে দেয়া হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়