রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে কচুয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৩টি স্থানে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ২ টায় উপজেলার রহিমানগর বাজার, বিকাল ৩টায় কচুয়া বিশ^রোড ও বিকাল ৪টায় সাচার বাজার এলাকায় পৃথক পৃথক ভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি হয়।

সমাবেশে বক্তাগন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। ৩টি সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহসভাপতি সালাউদ্দিন ভূইয়া, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবীব মজুমদার জয়, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, জসিম উদ্দিন লিটন ও বিতারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. গিয়াস উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত ঃ গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে কচুয়া বিশ^রোড এলাকায় নিউ সৌদিয়া হোটেলের সামনে মারামারির ঘটনায় যুবলীগ নেতা কামাল হোসেন গাজী বাদী হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে কচুয়া থানায় ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়