রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ইউসুফ গাজী

চাঁদপুর জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ইউসুফ গাজী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোঃ ইউসুফ গাজী। গতকাল শনিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত সোয়া ৯টায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আগামী ১৭ অক্টোবর সারাদেশে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গতকাল বিকেল চারটায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সভায় চাঁদপুরসহ দেশের ৬১ জেলার দলীয় প্রার্থী নির্ধারণ হয়। রাত সোয়া ৯টায় নিশ্চিত হওয়া গেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ গাজী চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। স্বাক্ষর সংযুক্ত তালিকায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের ৬১ জেলায় চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীদের নাম রয়েছে। আর সে তালিকায় চাঁদপুর জেলায় প্রার্থী হচ্ছেন মোঃ ইউসুফ গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়