বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপির অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার
চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপির অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে তোড়জোড়। পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সরব হলেও নির্বাচন নিয়ে অনেকটাই নিরব বিএনপি। আপাতত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়েই ভাবনা তাদের।তারপরও বিএনপি হাই কমান্ডের সিগনাল ও দলীয় মনোনয়ন পেলে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। একান্ত আলপচারিতায় এমনটাই জানালেন তিনি।

বিএনপি জেলার শীর্ষ এ নেতা বলেন, দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ রাখছি। হাইকমান্ড যদি সিগন্যাল দেয় দলের নির্দেশনা মানতে বাধ্য। আমরা চাই জনগণের প্রকৃত ভোট। আর জেলা পরিষদ নির্বাচনে মৌলিক যে গণতন্ত্র জনপ্রতিনিধির প্রতিনিধিদের ভোট এটা আমি সমর্থন করি না। জেলা পরিষদ নির্বাচন হবে জনগণের ভোটে।দেশে আইয়ুব খানের গণতন্ত্র আমি বিশ্বাস করিনা। তারপরও দল আমাকে সিদ্ধান্ত ও মনোনয়ন দেয়, দল যদি নির্বাচন করতে বলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, চাঁদপুরে রয়েছে আমার ৫২ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রাম হলেও চাঁদপুর শহরে বসবাস। ছাত্র ইউনিয়ন থেকে প্রথমে রাজনীতি শুরু।

রাজনৈতিক কারণেই তিনি বিএনপিতে যোগদান করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সভাপতি এরপর পৌর বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি।পরবর্তীতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও এখন জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক।

রাজনীতি করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তিনি। চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাতা সদস্য এবং ১+ মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজক কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করেন। দুইবার এই মেলা কমিটির চেয়ারম্যানও ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহীদ খালেক সুশীল শংকর স্মরণে যে স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে সেটিরও উদ্যোক্তা এবং নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

ভাষা আন্দোলনের শহীদ স্মারক চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণেরও উদ্যোক্তা তিনি এবং নির্মাণ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এক সময় চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। এই প্রতিষ্ঠানে থেকে অনেক কর্মকান্ড সক্রিয়ভাবে করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়