রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ২০:১৬

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি'র মানববন্ধন

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি'র মানববন্ধন

সরকার কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গুম হত্যার স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ৩০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। 

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন,

গত চৌদ্দ বছরে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম'সহ ৬ শতাধিক নেতা কর্মীদের গুম করা হয়েছে। এদের মধ্যে ৭১ জনের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

বর্তমান নিশি রাতের সরকার অবৈধ শাসন কায়েম করতে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী দিয়ে এই গুম-খুন করিয়েছে। আর এ কারণেই পুলিশ ও র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। এটা জাতির জন্য লজ্জাজনক। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করার দাবি জানাচ্ছি।    

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,

সদর উপজেলা যুবদলের আহবায়ক সরোয়ার গাজী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়