প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ২১:৪৩
গেনেড হামলায় হাজীগঞ্জে আ’লীগ ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা ও দোয়া
২১ আগস্ট হামলায় নিহতদের স্বরনে হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান ও আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
আরো বক্তব্য রাখেন, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, কালচোঁ দণি ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক এস.এম মানিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ প্রমুখ।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ, দোয়া-মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, যুবলীগ নেতা হাফেজ মাও. মো. ইউসুফ।
এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, একেএম মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জলিলুর রহমান মির্জা দুলাল, জাকির হোসেন লিটু, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী নুর নিপু, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শুকু গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।