রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৯:৩৬

শাহরাস্তি যুবলীগের বিক্ষোভ মিছিল

শাহরাস্তি যুবলীগের বিক্ষোভ মিছিল
শাহরাস্তি ব্যুরো

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগ।

১৭ আগষ্ট বিকেলে মেহের উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঠাকুর বাজার, কালীবাড়ি বাজার অতিক্রম করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। এসময় তিনি বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিবছরই বোমা হামলা চালিয়েছিল। তারা ১৭ আগষ্ট প্রতিটি জেলায় সিরিজ বোমা হামলা করে। তারা বারবার হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে মারতে চেয়েছিল। এখনো তারা উৎ পেতে আছে।

আমরা বলতে চাই বাংলাদেশ যুবলীগ রাজপথে রয়েছে, সকল ষড়যন্ত্রের মুকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। দলের বিপদগামীদের উদেশ্য তিনি বলেন, খন্দকার মুশতাকের কথা আমরা ভুলে যাই নাই। দলের মধ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হবেন।

সমাবেশে আরোবক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক মাহফুজুর কবির, পৌর যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম বাবুল, যুগ্ন আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, যুবলীগ নেতা মনির হোসেন, প্রমূখ। বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড, সহ বিভিন্ন প্রর্যায়ের বিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়