রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ২১:৩৪

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদল।শনিবার বিকাল ৫ টায় শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ারী।

পরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ছায়াবানী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে তারা জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে তারপরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারকে হঠাতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়