প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৮:২৩
চাঁদপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন
চাঁদপুর জেলায় ৫ আগস্ট, ২০২২ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামের নতুন প্যাভিনিয়নে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে, দিনের অন্যান্য কর্মসূচির মধে রয়েছে শেখ কামালের জীবন কর্মনিয়ে আলোচনা সভা, স্মৃতি চারণ, কোরআনখানি,দোয়া, মিলাদ মাহফিল ও জীবন ভিত্তিক প্রামাণ চিত্র প্রর্দশন, যুবকদের মাঝে গাছের চারা বিতরন। জেলা প্রশাসক কামরুল হহাসান তাঁর বক্তব্যে বলেন, শেখ কামাল ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা। বহুমাত্রিক ও সৃষ্টিশীল প্রতিভার এ মানুষটির ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গনের ভ’’মিকার কথা আজও দেশবাশী স্মরণ করেন। তার সৃষ্টি আবাহনী ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখে। ১৫ আগস্ট ঘাতকরা জাতিরপিতাসহ শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে দেশের যুব সমাজের এগিয়ে যাওয়ার প্রেরণাকে ধ্বংস করে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম সহ আরো অনেকে।
এছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।