রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ২৩:০৮

ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম হত্যার প্রতিবাদে

চাঁদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার সভাপতি নুরে আলমকে পুলিশ কর্তৃক নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকাল ৫ টায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারন সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে বের হয়ে নতুনবাজার মোড়,হাজী মহসিন রোড হয়ে চিত্রলেখা মোড়ে

এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকারের দুর্নীতি লুটপাটের কারণে বিদ্যুৎতের লাগামহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি করে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমকে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমার ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করেছে।  অনতিবিলম্বে দোষী পুলিশদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে চাঁদপুর থেকেই এই সরকার পতন শুরু হবে। 

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা,মেহেদী হাসান শাকিল,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলা,উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়