প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি পরিদর্শনকালে ড. মহীউদ্দীন খান আলমগীর
কচুয়াবাসীর একটি স্টেডিয়ামের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে
কচুয়া পৌরসভার কান্দারপাড় এলাকায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য ৩ একর ভূমি অধিগ্রহণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
|আরো খবর
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সরোয়ার জাহান, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের পরিচালক মাহবুব মোরশেদ সোহেল (উপ-সচিব), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তানিয়া আক্তার, কাদলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান।
সরেজমিনে পরিদর্শন শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, কচুয়ার ক্রীড়ামোদী মানুষের একটি স্টেডিয়ামের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কচুয়ায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমাদেরকে উপহার দিয়েছেন। শীগ্রই এর কার্যক্রম শুরু হবে। ইতিপূর্বে ভূমি নির্ধারণ করা হয়েছে এবং আজ থেকে অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সরোয়ার জাহান বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি আমরা পরিদর্শন করেছি। অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। খুব সহসায় কচুয়ায় এটির কার্যক্রম শুরু হবে।