প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৭:০৬
কচুয়ায় পৃথক সময়ে এক অ্যাম্বুলেন্স দুই নেতার উদ্বোধন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কতৃক বরাদ্ধকৃত চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন একটি এ্যাম্বুলেন্স ২ ঘন্টার ব্যবধানে উদ্বোধন করলেন দুই কেন্দ্রীয় নেতা ।
|আরো খবর
অপরদিকে দুপুর ১টা ৩০ মিনিটের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলানায়তনে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে নতুন এ্যাম্বুলেন্সটি আবারও উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাজন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবীব মুজমদার, আকতার হোসাইন মজুমদার ও মনির হোসেন প্রমূখ ।
একই এম্বুলেন্স পৃথকভাবে দুই স্থানে উদ্বোধন বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস কোন বক্তব্য দিতে রাজি হননি । একই এ্যাম্বুলেন্স দু'বার দু'জন অতিথি একই দিনে ২ ঘন্টা ব্যবধানে উদ্বোধন করায় নেতাকর্মী ও স্থানীয় জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।