রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৭:০৬

কচুয়ায় পৃথক সময়ে এক অ্যাম্বুলেন্স দুই নেতার উদ্বোধন

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় পৃথক সময়ে এক অ্যাম্বুলেন্স দুই নেতার উদ্বোধন

স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রনালয় কতৃক বরাদ্ধকৃত চাঁদপু‌রের কচুয়া উপজেলায় ৫০ শয‌্যা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের নতুন একটি এ‌্যাম্বু‌লেন্স ২ ঘন্টার ব‌্যবধানে উ‌দ্বোধন কর‌লেন দুই কেন্দ্রীয় নেতা ।

র‌বিবার সকাল ১১ টায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে নতুন এ‌্যাম্বু‌লেন্সটির শুভ উদ্বোধন ক‌রেন সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস‌্য ড. মহীউদ্দীন খান আলমগীর এম‌পি। উ‌দ্বোধনকা‌লে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক ক‌মিশনের চেয়ারম‌্যান ড. নাজমুল আহসান ক‌লিম উল‌্যাহ, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান শাহজাহান শি‌শির, মহিলা ভাইস চেয়ারম‌্যান সুলতানা খানম,উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আইয়ুব আলী পাটওয়ারী, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) সহকারী ক‌মিশনার ভূ‌মি ইব‌নে আল জা‌য়েদ, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি সোহেল ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

অপরদিকে দুপুর ১টা ৩০ মিনিটের সময় কচুয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে মিলানায়ত‌নে ব‌্যাপক আ‌য়োজ‌নের ম‌ধ্যে দি‌য়ে নতুন এ‌্যাম্বু‌লেন্সটি আবারও উ‌দ্বোধন করেন বাংলা‌দেশ আওয়ামী লীগের স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক ডা. রো‌কেয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের তথ‌্য ও গ‌বেষনা সম্পাদক ড. সে‌লিম মাহমুদ , উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আইয়ুব আলী পাটওয়ারী, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা রাজন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম‌্যান মাহবুব আলম, ইউ‌পি চেয়ারম‌্যান হাবীব মুজমদার, আকতার হোসাইন মজুমদার ও ম‌নির হো‌সেন প্রমূখ ।

একই এম্বু‌লেন্স পৃথকভা‌বে দুই স্থা‌নে উ‌দ্বোধন বিষ‌য়ে জান‌তে চাই‌লে কচুয়া উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস‌ কোন বক্তব‌্য দি‌তে রা‌জি হন‌নি । একই এ‌্যাম্বু‌লেন্স দু'বার দু'জন অ‌তি‌থি একই দি‌নে ২ ঘন্টা ব‌্যবধানে উ‌দ্বোধন করায় নেতাকর্মী ও স্থানীয় জনগনের মা‌ঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গে‌ছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়