রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৭:২৮

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার কিতাব সংরক্ষণে অনুদান প্রদানকালে

দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব: মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব: মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মহামুল্যবান কিতাব সংরক্ষণে প্রয়োজনীয় সেলফসহ স্থাপনা নির্মাণে অনুদান প্রদান করেছে ফরিদগঞ্জ পৌরসভা। মঙ্গলবার (২৮জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, আমিন মিজি, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

এসময় মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমি জনপপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খোঁজ খবর রাখছি। তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। সেই অনুযায়ী এই অঞ্চলের সর্ববৃহ দ্বীনি প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসাকে তাদের কিতাব সংরক্ষণে ব্যবস্থা নেয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে এক লক্ষ টাকার অনুদান প্রদান করা হলো। পরে দেশ ও জাতির জন্য বিশেষ মুনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়