রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১৭:৫৬

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৮ জনের জামিন

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৮ জনের জামিন

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ও সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলসহ ৮ জন জামিন পেয়েছেন। মহামান্য হাইকোর্ট গত ৭ জুন ফৌঃ মিস নং ২৮৬৮৭/২২ মামলায় এই আসামীদেরকে জামিন দেন।

আসামীরা গত ১০ মে চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে স্বেচ্ছায় ৯ জন আসামী হাজির হন। জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিদেশ দেন। এর মধ্যে গত ৩০ মে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইখতিয়ারউদ্দিন শিশুকে জেলা দায়রা জজ তাকে জামিন দেন।

মহামান্য হাইকোর্টের নিদেশ অনুযায়ী ১৩ জুন সোমবার দুপুরে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলামের আদালতে তাদের পক্ষের আইনজীবী মুক্তিনামা প্রদান করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলো : চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব ইব্রাহীম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহবায়ক মেরাজ চোকদার, শামসুল আলম সূর্য, মাসুদ মাঝি, খোকন ও ইয়াসিন খান।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডঃ আলম খান মঞ্জু এ প্রতিবেদককে জানান, এই আসামীদেরকে মহামান্য হাইকোর্ট তাদেরকে ১ বছরের জামিন প্রদান করেন। সেই অনুযায়ী আমরা মুক্তিনামা প্রদান করেছি। মুক্তিনামা চাঁদপুর জেলা কারাগারে গিয়ে পৌছলে আসামীরা জামিনে মুক্ত হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়