রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:১৬

চাঁদপুর জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন

৭ জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস পালন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এইদিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর-এর গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতি বছরের মত এবারও চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৭ টা ৩০ মিনিট চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ । বাদ আসর বিভিন্ন মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ দোয়া শেষে তবারক বিতরণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়