রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মে ২০২২, ১৯:১৫

শাহরাস্তিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শাহরাস্তিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
শাহরাস্তি ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে সোমবার বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাংয় অবস্হিত থ্রী স্টার কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, বিএনপির নেতা বাদল, আবুল কাশেম, আঃ রশিদ, আবুল কালাম, জসিম উদ্দিন, আলী আকবর ব্যাপারী, আনায়ার হোসেন পাটোয়ারী, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি আঃ মতিন সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক, যুবদল নেতা ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, সেচ্চাসেবক দলের নেতা মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে। তারা বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার পতনের আন্দোলনে সবাইকে শামিল হতে হবে। তারা সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গনতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্য বদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়