রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মে ২০২২, ২১:০২

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির মতবিনিময় সভা
গোলাম মোস্তফা

আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পাটির সন্মেলন উপলক্ষে সদর উপজেলা জাতীয় পাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ মে রোববার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু।

সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খানের পরিচালনা উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, সম্পাদক ও জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ মোঃ আঃ লতিফ শেখ।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খান।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহ আলম মিজি, জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা,জাতীয় ছাত্র সমাজ চাঁদপুর জেলা শাখার আহবায়ক মোঃ শরীফ পাটোয়ারী, সদর উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি শুক্কুর মাষ্টার, ৮ নং বাগাদী ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক হাফেজ মোঃ রফিকুল ইসলাম খান, ৫ নং রামপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলম তালুকদার, ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ স্বপন ডাক্তার প্রমুখ।

উল্লেখ্য উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিবসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যে কোনো মূল্যে ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পাটির সন্মেলন সফল করতে নেতৃবৃন্দ দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়