বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৯:১৮

চাঁদপুরের সম্মেলন উপলক্ষে কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা

মোহাম্মদ মহিউদ্দিন
চাঁদপুরের সম্মেলন উপলক্ষে কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা

আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে কচুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৮ মে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে কচুয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হাসেন মিয়া।

কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক রোমনের সভাপতিতে ও জাতীয় জাতীয় পার্টির নেতা অ্যাডঃ মাঈন উদ্দিন মাইনুর পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডাঃ একেএম শহীদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শেখ আব্দুল লতিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জয়নাল আবেদীন, দেওয়ান সিরাজুল ইসলাম, কাজী মোস্তফা কামাল, তাজুল ইসলাম, মিজানুর রহমান খান, ডাঃ গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা গাজী সোলাইমান, আব্দুল হানিফ, কবির হোসেন, মাইনুল ইসলাম প্রমুখ।

সভায় ১১ জুনের চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোঃ রুহুল আমিনকে আহ্বায়ক ও অ্যাডঃ মাঈন উদ্দিন মাইনুকে সদস্য সচিব কর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যা আগামী ১২জুন থেকে কার্যকরী হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়