বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ মে ২০২২, ২০:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্র্ণ বক্তব্যে প্রতিবাদে

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের ঔদ্ধত্যপূর্র্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, গণতন্ত্রের মানস কন্যা, উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাত্রলীগ মাঠে থেকে তা প্রতিহত করবে। ইতিহাস ঐতিহ্যের ধারক বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এ সংগঠন প্রতিষ্ঠা পরবর্তী ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে লড়ে গেছে। শুধু তাই নয়, দেশের সকল দূর্যোগে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নাঈম পাটওয়ারী, তথ্য-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহাদ পাটওয়ারী, সহ-সম্পাদক শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক তারেক, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাব্বি ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহাদ, রবিউল, শাকিল, সালমান, ইমরান, পৌরসভা ছাত্রলীগ নেতা আঃ কাদের, সায়মুন, রাকিব, রাজু, মিলন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়