বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ২১:২৯

চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক

জেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে জামিনে মুক্তি দেওয়া না হয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি চলতে থাকবে।তার মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত গনমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান নেতৃবৃন্দ। 

১১ এপ্রিল সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে গনমিছিল বের করা হয় শহরে।বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি হাসান আলী হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম,জেলা বিএনপি'র সাবেক  যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু,  বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুল,দেওয়ান সফিকুজ্জামান,মুনীর চৌধুরী,সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,  সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর  রশিদ,সহ সভাপতি আফজাল হোসেন,

সদর উপজেলা বিএনপি'র সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর  হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,   সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব ইব্রাহিম  কাজী জুয়েল, জেলা ওলামা দলের  সভাপতি মাওঃ জসিম উদ্দিন, জেলা  ছাত্রদলের সভাপতি  ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে  জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সমিল উল্যাহ সেলিম বলেন,  শেখ ফরিদ আহমেদ মানিক বর্তমান সময়ে চাঁদপুরে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। এই মাসের শুরুতে একটি গায়েবী মামলায়  তার বিরুদ্ধে চার্জশীট  দেয় আদালত। কিন্তু আমাদের নেতা  আইনের প্রতি শ্রদ্ধাশীল  হয়ে আদালতে আত্মসমর্পণ করে। একজন আইনজীবী হিসেবে আমরা জানি  সাধারণ এই ধরনের মামলা জামিন যোগ্য।কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা বলতে চাই শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের লাগাতার কর্মসূচি চলবে। এসময় তিনি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবীতে একে একে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে আগে থেকে  সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গত ১০ এপ্রিল  আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে  আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়