বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২২, ১৭:৩৬

শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন রিজভী

স্টাফ রিপোর্টার
শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন রিজভী

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলকে উচ্ছেদ করার মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করেছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, নানা কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে সরকার। দুর্নীতিগ্রস্ত এই অবৈধ সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। বিএনপি নেতা-কর্মীদের এই রমজান মাসেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।

রিজভী আরও বলেন, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কায়েমের জন্য দিনের পর দিন হরতাল, ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও কর্মসূচি চালিয়েছিল। সেই তারাই আবার গায়ের জোরে সংবিধান থেকে মুছে দিয়ে ভোট নির্বাচনকেও বাকশালীকরণ করে কলঙ্ক রচনা করেছে। এই কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তা ছাইচাপা আগুনের মতো আর লুকোনো থাকবে না। জনদৃষ্টি দিকভ্রান্ত করার জন্যই রমজান মাসেও নতুন করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে।

অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ গ্রেপ্তারকৃত নেতাদের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়