বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ১১:৩৬

চাঁদপুর বিএনপির সম্মেলন কেন্দ্রে স্লোগান ছাতা ও মাছ

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর বিএনপির সম্মেলন কেন্দ্রে স্লোগান ছাতা ও মাছ

উৎসবে মুখর পরিবেশে শুরু হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন । সম্মেলনস্থল নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত। চাঁদপুর সদর উপজেলার নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ( ২ এপ্রিল ) সকালে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অনুষ্ঠানের সভাপতি সম্মেলন মঞ্চে আসলে নেতা-কর্মীরা তাদেরকে স্বাগত জানান। এ সময় কর্মীদের স্লোগান ছিল ছাতা ও মাছ। সম্মেলনে ছাতা মার্কার প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও মাছ মার্কার প্রতীক নিয়ে সাধারন সম্পাদক পদে নিবাচন করছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।

এছাড়া ও এ সম্মেলনে সভাপতি পদে নিবাচন করছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক ( সাইকেল) ও এস এম কামাল উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে অন্য প্রাথীরা হলেন দেওয়ান সফিকুজ্জামান ( আনারস) , মোস্তফা খান সফরী ও কাজী গোলাম মোস্তফা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়