শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ১৯:০৭

বিএনপি নেতা সফিক দেওয়ানের বাড়িতে হামলা, জানালার কাঁচ ভাংচুর

অনলাইন ডেস্ক
বিএনপি নেতা সফিক দেওয়ানের বাড়িতে হামলা, জানালার কাঁচ ভাংচুর

চাঁদপুরে বিএনপি নেতা দেওয়ান সফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।২৯ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের বিটি রোডস্থ তার বাসভবন হাবিব ভিলায় হামলা ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে বেলা ৩টায় চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুস সঙ্গিয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ান সফিকুজ্জান জানান, ২ এপ্রিল অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা বিএনপি'র সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী।আনারস মার্কা প্রতীক নিয়ে দলের কাউন্সিল নির্বাচন করছেন।

কোন কিছু বুঝে উঠার আগেই ঘটনার সময় হঠাৎ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক নায়ক সোহেল, পৌর ছাত্রদলের মামুনসহ আরো অনেকে মটরসাইকেল ও অটোরিক্সা নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।তারা ইট পাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাংচুর করে। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠার চেস্টা করে। আমি এগিয়ে আসলে তারা গাল মন্দ করে চলে যায়।

দেওয়ান সফিক অভিযোগ করেন বিএনপির কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সড়ে দাঁড়ানোর জন্য গত কয়েকদিন ধরে মোবাইলে তাকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমার ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ রয়েছে আমার।জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছি।দলের সম্মেলন আসলে প্রার্থী এবং ভোটাররা আনন্দ উৎসবের সহিত মাঠে কাজ করবে,এটাই নিয়ম। আমি কোন প্রচার প্রচারনা করতে পারছি না। আমি ব্যক্তি অন্যায় করতে পারি, তবে আমার বাসা-বাড়ি কেন ভাংচুর করা হলো। কোন কিছুই আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ঘটনাটি দলের উর্দ্ধতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী প্রদক্ষেপ নিবেন।বর্তমানে তিনি নিরাপত্তাহীনতার আশঙ্কা করে বলেন, ২ এপ্রিল সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় দলের নির্বাচনি মাঠে আছেন বলে জানান ।

দেওয়ান শফিকুজ্জামান চাঁদপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক ২ বারের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়