প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৯:৩১
চাঁদপুর জেলা বিএনপি'র সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহীনের মনোনয়নপত্র বাতিল
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহীনের মনেনয়নপত্র বাতিল করেছে দলীয়ভাবে গঠিত নির্বাচন কমিশন। ২৮ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন
|আরো খবর
দলের সাংগঠনিক কোন ইউনিট থেকে ভোটার না হওয়ায় তার দলীয় প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।সোমবার দুপুরে জেলা বিএনপি'র কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ সামছুল ইসলাম মন্টু। এই সময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন উপস্থিত ছিলেন।
অ্যাডঃ মন্টু বলেন,
২৬ মার্চ শনিবার প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়। ২৭ মার্চ রোববার সভাপতি-সাধারণ সম্পাদক দুই পদে ৪জন করে সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২৮ মার্চ বাছাই ও প্রত্যাহারের দিন সভাপতি পদে মাহাবুবুর রহমান শাহীনের মনোয়নপত্র পত্র দলের গঠনতন্ত্র মোতাবেক গৃহীত হয়নি। তিনি সাংগঠনিক কোন ইউনিট থেকে কাউন্সিলর বা ভোটার হননি। এ জন্য তার মনোনয়নপত্র গঠনতন্ত্র অনুযায়ী গৃহীত হয়নি, বাতিল করা হয়েছে।
এখন চুড়ান্ত প্রার্থী ৭ জন। এর মধ্যে সভাপতি পদে ৩ এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন।
তারা হলেন : সভাপতি পদে জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা।
আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চাঁদপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২। এতে করে দলটির দীর্ঘদিনের আহ্বায়ক কমিটির কার্যক্রম সমাপ্ত হতে যাচ্ছে। নতুন কাউন্সিল ঘোষণা হওয়ায় বিএনপির জেলা-উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কে হবেন জেলা বিএনপি’র সভাপতি কিংবা সাধারণ সম্পাদক- এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে রয়েছে উৎকণ্ঠা।