শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ মার্চ ২০২২, ২০:২৪

আগামীকাল অর্ধদিবস হরতাল

সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিল

সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিল
অনলাইন ডেস্ক

আজ ২৮ মার্চ সোমবার বাম গণতান্ত্রিক জোট নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে একযোগে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে।চাঁদপুরেও এই হরতাল কর্মসূচি সফল করার জন্য গতকাল ও আগেরদিন শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ–সমাবেশ ও মিছিল হয়েছে। বাম গণতান্ত্রিক জোট চাঁদপুরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নেতা-কর্মীরা হরতালের সমর্থনে রোববার শহরের নতুনবাজার মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন। মশাল মিছিল শুরুর প্রাক্কালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চাঁদপুর জেলা সদস্য কমরেড দীপালি রানী দাস, জেলা বাসদ (মার্কজেসবাদী) সদস্য জিএম বাদশা,জেলা বাসদ (মার্কসবাদী) নেতা রহিমা আক্তার কলি, সদর উপজেলা যুব ইউনিয়নের নেতা প্রিন্স কর অমিত।

বাম গণতান্ত্রিক জোট চাঁদপুরের সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন জানান, ভোজ্যতেল চালডাল পেঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধ আজকে আমাদের এ হরতাল কর্মসূচি। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল পালন করতে জনসাধারণের প্রতি আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়