শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৯:০৮

জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি-সম্পাদক পদে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি-সম্পাদক পদে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার

আগামী ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৮ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৬ মার্চ শনিবার শান্তিপূর্ণ পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন হয়।

সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন মোট ৮ জন মনোনয়নপত্র কিনেছেন । মনোনয়নপত্র যারা কিনেছেন, তারা হলেন : সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক, ইঞ্জিনিয়ার মমিনুল হক, মাহবুবুর রহমান শাহীন ও এসএম কামাল উদ্দিন চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে অ্যাড. সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মোস্তফা খান সফরি ও কাজী গোলাম মোস্তফা।

মনোনয়নপত্র দাখিল ২৭ মার্চ। ২৮ মার্চ বাছাই ও প্রত্যাহার। আর ২ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডঃ মোঃ শামসুল ইসলাম মন্টু। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং সকল নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থী হতে ইচ্ছুক স্ব স্ব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়