শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ১৭:১৪

কেন্দ্রিয় নেতার আগমনে প্রস্তুতি সভা

২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার

অবশেষ দীর্ঘদিনের আহবায়ক কমিটির অবসান হতে যাচ্ছে চাঁদপুর জেলা বিএনপিতে। সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২। ৩১ মার্চ এ সম্মেলন হবার কথা ছিল।

বহুল প্রত্যাশিত এ সম্মেলন কেন্দ্রিয়ভাবে তা একদিন পিছিয়ে ২ এপ্রিল তারিখ চুড়ান্ত করা হয় । এ উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) দপুরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সম্মেলন পূর্ববর্তী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিক। বিএনপি নেতা এম এ হান্নান, অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, জসীম উদ্দীন খান বাবুল, মাহবুব আনোয়ার বাবলু,দেওয়ান সফিকুজ্জামান,মুনীর চৌধুরী, শরীফ মুহাম্মদ ইউনুছ,অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, আফজাল হোসেনসহ জেলা বিএনপি'র যুগ্ম আহব্বায়কগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়ার চাঁদপুর আগমন উপলক্ষে তাকে মোটর শোভাযাত্রা সহকারে স্বাগত জানানো হয়। নতুন করে সম্মেলনের জন্য তারিখ নির্ধারণ হওয়ায় এখন সরগরম বিএনপির স্থানিয় রাজনীতি।

নেতাকর্মীদের অধিকাংশ জেলা বিএনপি'র দুর্দিনের কাণ্ডারি ও কারা নির্যাতিত দলের পরীক্ষিত ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিক কে জেলার সভাপতি পদে একক প্রার্থী দেখতে চায়। এই নেতা দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখে দল পরিচালনা করে যাচ্ছেন। তাই সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিককের বিকল্প অন্য কেউ হতে পারে না বলে অভিমত আন্দোলন সংগ্রামে মাঠে থাকা অধিকাংশ নেতাকর্মীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়